শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ ১০০ বছর বয়সী করোনা আক্রান্ত রোগীকে ৩০ দিনেই সুস্থ করে বাড়ি ফেরালেন শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসকেরা।
করোনা আক্রান্ত আশঙ্কাজনক রোগীকে সুস্থ করার নজির আগেও রয়েছে রাজ্যের একাধিক হাসপাতালের নামে।তবে ১০০ বছর বয়সী পৌঢ়া করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলা এক অনন্য নজির।
জানা গিয়েছে,শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা পারুলবালা পাল ১৬ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন।সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।তবে বয়স দেখেই কিছুটা হকচকিয়ে যান চিকিৎসকেরা।
চিকিৎসকরা বলেন, করোনা কাল থেকে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল হাসপাতালকে।অনেক মুমুর্ষু রোগীকে ফিরিয়ে দিতে পেরেছিলাম তাঁদের জীবন।তবে এক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বেশি ছিল ।কারণ রোগীর শারীরিক অসুস্থতার থেকেও রোগীর বয়স আমাদের অনেক বেশি চিন্তায় ফেলেছিল।তবে হাসপাতালের চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের নিদ্রাহীন প্রচেষ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফেরানো সম্ভব হল।