কার্সিয়াঙে নতুন করে ৩ করোনা আক্রান্তের হদিশ

কার্সিয়াং, ১২ জুনঃ কার্সিয়াঙে নতুন করে ৩ করোনা আক্রান্তের হদিশ।এরমধ্যে একজন তিনধারিয়ার নয়া কামান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।ওই করোনা আক্রান্ত ব্যক্তি কয়েকদিন আগেই দিল্লি থেকে ফিরেছিলেন।


সুকনা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হিজবুল মালিক জানান, গত ৮ জুন কার্সিয়াং মহকুমা থেকে ১ জন এবং কার্সিয়াং পৌরসভা থেকে ২ জনের সোয়াব টেস্টের জন্য কার্সিয়াং মহকুমা হাসপাতালে পাঠানো হয়।সেখানেই এই ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে।    


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş