জলপাইগুড়ি, ১০ মেঃ করোনার মৃতদেহ দাহ করা যাবে না, এই নিয়ে আন্দোলনে নেমেছেন জলপাইগুড়ির মাষকলাইবাড়ি শ্মশান এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, আজ বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল পৌরসভার।পৌরসভার সদস্যরা না আসায় জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকার বেশিরভাগ মহিলারা বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন। শ্মশানে করোনার মৃতদেহ দাহ করার পর থেকে বিভিন্ন বাড়ি থেকে পরিচারিকাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে কারন তারা শ্মশান এলাকার বাসিন্দারা।এরফলে সমস্যায় পড়ছেন তারা।এই কারণেই এই শ্মশানে করোনার মৃতদেহ দাহ না করার দাবি তোলেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী থানার বিশাল পুলিশ বাহিনী ও পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা।
জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, প্রশাসনের নির্দেশে এখানে করোনা মৃতদেহ দাহ করা হচ্ছে সমস্ত সরকারি নিয়ম মেনে।এলাকা প্রতিদিন নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে তার পরেও এখানকার মানুষের বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে।আলোচনা করে সমস্যা মেটানো হবে।