জলপাইগুড়ি, ২৪ অক্টোবরঃ রাজ্যে ফের বাড়ছে সংক্রমণ।জলপাইগুড়িতে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন পুলিশ সুপার।
এদিন জলপাইগুড়ির কদমতলা মোড় থেকে একটি র্যালির মধ্য দিয়ে করোনা সচেতনতামূলক প্রচার করা হয়।র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।উপস্থিত ছিলেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল সহ অন্যান্যরা।
এদিন পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, অনেকেই মাস্ক পরছেন না।আমরা জেলা জুড়েই সচেতেনতা প্রচার করছি।কেউ আইন না মানলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।