উত্তরবঙ্গে করোনা আক্রান্তের খোঁজ, কালিম্পঙের বাসিন্দা গিয়েছিলেন ভিনরাজ্যে!

শিলিগুড়িঃ উত্তরবঙ্গে প্রথম করোনা আক্রান্তের খোঁজ। আজ নাইসেডের তরফে জানানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে যে নমুনা পাঠানো হয় সেখানে একটি রিপোর্ট পজিটিভ এসেছে।


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত কালিম্পঙের এক মহিলা। তিনি কিছুদিন আগে কাজে ভিনরাজ্যে গিয়েছিলেন।সেখান থেকে ফিরেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইতিমধ্যেই মহিলাকে স্পেশাল আইসোলেশনে রাখা হয়েছে। এনিয়ে শনিবার রাত অবধি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮ জন। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom