শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ দুর্গোপুজো যেতেই শিলিগুড়ি জেলা হাসপাতালে কোভিড টেস্টের জন্য ভিড় মানুষের।সামান্য সর্দি কাশি কিংবা করোনার প্রাথমিক উপসর্গ থাকলেই আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে।
ইতিমধ্যেই শিলিগুড়ি জেলা হাসপাতালের ফিভার ক্লিনিকে রোগীর সংখ্যা বেড়েছে।অনেকেই সর্দি কাশির উপসর্গ নিয়ে আসছেন।পাশাপাশি অন্যান্য রোগও রয়েছে অনেকের।কো-মর্বিডিটি নিয়ে আসা রোগীদের প্রথমেই আরটিপিসিআর টেস্টের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে।
শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডঃ অমিতাভ মণ্ডল বলেন, প্রতিদিন প্রায় একশোর কাছাকাছি নমুনা সংগ্রহ করা হচ্ছে।কোনওদিন তারও বেশী।তবে এখন আবহাওয়া বদলের জন্য অনেকেরই জ্বর,সর্দি,কাশি হচ্ছে।সেকারণে ফিভার ক্লিনিকে ভিড়ও বাড়ছে রোগীদের।রোজ প্রায় ফিভার ক্লিনিকে ৮০ জন রোগী আসছেন।
ওএসডি(কোভিড ১৯, উত্তরবঙ্গ)ডঃ সুশান্ত রায় কিছুদিন আগেই জানিয়েছেন, আগামী কয়েকদিন জেলাগুলিতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে।