করোনা পরিস্থিতিতে সাধারন মানুষের স্বার্থে একাধিক উদ্যোগ শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 

শিলিগুড়ি, ১২ মেঃ হোম আইসোলেশনে থাকা রোগী এবং রোগীর পরিবার বা আত্মীয় যারা মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন তাদের জন্য চালু করা হল হেল্পলাইন নম্বর।শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


বুধবার একটি সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফে অভিজিৎ মজুমদার জানান, তাদের টোল ফ্রি হেল্পলাইন (৯৭৭২২২৭৪৮৭)সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।ফোনলাইনে থাকবেন বিভিন্ন চিকিৎসকেরা। রোগীর যে কোনো সমস্যা থাকলে তা চিকিৎসককে জানালে চিকিৎসকরাই ফোনে জানিয়ে দেবেন কি করনীয় রয়েছে।

তবে তাদের আরেক নতুন উদ্যোগ হল মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া।এই পরিস্থিতিতে পরিবারের বা নিকট কারোর করোনা হলে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই।তাদের জন্যেও থাকছে একটি হেল্পলাইন নম্বর (০৩৫৩-২৫৩৫৯৫৯) যা খোলা থাকছে সন্ধ্যে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।


এছাড়াও বর্তমান পরিস্থির কথা মাথায় রেখে একটি ফিল্ড হাসপাতাল তৈরির চেষ্টা চালাচ্ছেন তারা। যেখানে আনুমানিক ২৫ টি বেডের তারা ব্যবস্থা করতে পারবেন।প্রতিটি বেডের সাথেই অক্সিজেন সিলিন্ডার থাকবে। সেখানে চিকিৎসক, নার্স, ভলেন্টিয়ার ফোর্সের ব্যবস্থাও তারা করবেন।সমস্ত পরিষেবা এখানে বিনামূল্যেই দেওয়া হবে।প্রান্তিক মানুষেরাই অগ্রাধিকার পাবেন।শীঘ্রই এই ফিল্ড হাসপাতাল তারা তৈরি করতে পারবেন বলে আশা রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş