শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বহু জায়গায় অপ্রতুল বেড। আর সেকারণেই রোগীদের কথা মাথায় রেখে তৈরি রাখা হয়েছে কোভিড কোচ। রেলের তরফে ট্রেনের কামরাগুলিকে কোভিড কোচে পরিণত করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ইতিমধ্যেই ৩০০ কোভিড কোচ তৈরি রেখেছে।যেগুলি নানা ডিভিশনে রাখা হয়েছে। কোভিড কোচগুলিতে করোনা রোগীদের জন্য অক্সিজেন ও অন্যান্য সমস্ত চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। ৩০০ টি কোচের মধ্যে কাটিহার ও শিলিগুড়িতে ৪০ টি কোচ রাখা হয়েছে। আলিপুরদুয়ারে রাখা হয়েছে ২২ টি কোচ। রঙিয়া ডিভিশনের বিভিন্ন জায়গায় ৫২ টি কোচ, লামডিং ডিভিশনে ১৩১ টি ও ৫৪ টি কোচ রয়েছে তিনসুকিয়া ডিভিশনে। কোচগুলিতে রোগীদের জন্য কুলার, জুটম্যাট রয়েছে। রাজ্যগুলি চাইলেই এই কোভিড কোচ পাঠানো হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, ৩০০ কোচ আমরা তৈরি রেখেছি। রাজ্য সরকারকেও চিঠি পাঠানো হয়েছে।তাদের প্রয়োজন হলে আমরা কোচগুলিকে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেবো।