শিলিগুড়ি, ২৬ মেঃ পড়তে হবে মাস্ক, মানতে হবে করোনাবিধি নইলে জীবনে নেমে আসতে পারে চরম বিপদ।বেনিয়ম হলেই কি হতে পারে তা জানাতেই স্বেচ্ছাসেবী সংস্থার নতুন উদ্যোগ।
সঙ্গে রয়েছে অ্যাম্বুলেন্স, আর অ্যাম্বুলেন্সের ভেতর পড়ে রয়েছে পিপিই কিট পড়া একটি মৃতদেহ। সংস্থার এক সদস্যকেই এই বেশে সাজিয়ে মানুষকে সচেতন করার কর্মসূচী চালাচ্ছেন ‘আমাদের উদ্যোগ’ সংস্থা।শহরের বিভিন্ন জায়গায় তাদের এই কর্মসূচী চলছে।মাস্ক না পড়লেই ডেকে দেখানো হচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ওই দেহ।বিনা প্রয়োজনে বাইরে বেরোলে, মাস্ক না পড়লে ভবিষ্যৎ পরিস্থিতিও হতে পারে এমনই একথা বলেই সচেতনতা কর্মসূচী চালাচ্ছেন তারা।
সংস্থার তরফে প্রদীপ চৌধুরী জানান, মানুষ এখনও পুরোপুরি সচেতন নয় তাই আসন্ন ভবিষ্যৎ পরিস্থিতির ছবি দেখিয়ে তাদের সচেতন করার একটি প্রচেষ্টা চালাচ্ছেন তারা।