করোনা নিয়ে গান গেয়ে মানুষকে সচেতন করছেন রাজগঞ্জের লোকশিল্পী বাটুল রায় ও তার সম্প্রদায়

রাজগঞ্জ, ৬ জুনঃ করোনা নিয়ে বাজারে বাজারে সচেতনতামূলক গান গেয়ে বেড়াচ্ছেন রাজগঞ্জের লোকশিল্পী বাটুল রায় ও তার সম্প্রদায়।


বাটুল বাবু নিজের লেখা গান গেয়ে মানুষকে সচেতন করছেন।গত বছরের মত এবছরও রাজগঞ্জ থানা,বাজার, স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন এলাকায় গিয়ে গান করছেন তিনি।রাজবংশী ও বাংলা ভাষায় বেশকিছু গান লিখে বিনা পারিশ্রমিকে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন।

 রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম বানিয়াপাড়ায় বাটুল রায়ের বাড়ি।তিনি একজন লোকশিল্পী।জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠীর সদস্য।তিনি নিজেই দোতারা বাজিয়ে গান করেন।তার সঙ্গে সংগত দেন ঢোল ও জিপসি বাদকরা।   


বাটুল বাবু বলেন, করোনা সারা দুনিয়াতে ছেয়ে গেছে।এই রোগ থেকে দূরে থাকতে সচেতনতাই একমাত্র উপায়।তাই নিজেই করোনা নিয়ে কিছু সচেতনতামূলক গান লিখেছি।সেই গান শোনাচ্ছি মানুষকে।তিনি আরও বলেন, তিনি ও তার সম্প্রদায়ের(দলের) সকলেই দিনমজুর।তবুও বিনা পারিশ্রমিকে সচেতনতামূলক গান করছেন।এভাবেই এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *