শিলিগুড়ি, ১৮ জানুয়ারিঃ সামনেই পুরনিগম ভোট। তার আগে করোনায় আক্রান্ত হলেন গৌতম দেব। সোমবার রাতে তাঁর রিপোর্ট আসে। এরপরই মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছেন প্রাক্তন মন্ত্রী। করোনার কিছু উপসর্গ থাকাতেই তিনি টেস্ট করিয়েছিলেন বলে খবর।
গত ১০ জানুয়ারি বুস্টার ডোজও নিয়েছিলেন তিনি। সোমবার রাতে নিজের ফেসবুক পেজের মাধ্যমে করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান গৌতম দেব।গত কয়েকদিন ধরেই লাগাতার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন তিনি।
গতবছরও করোনায় সংক্রমিত হয়ে বেশকয়েকদিন ধরে নার্সিংহোমে ভর্তি ছিলেন গৌতম দেব। ৩৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তিনি। আপাতত দলীয় নেতৃত্ব ও কর্মীরা তাঁর হয়ে ভোটপ্রচার করবেন।