দার্জিলিং, ১২ জুনঃ দার্জিলিঙের বাতাসিয়ার টিবি হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।পরিদর্শনের পর হাসপাতাল কর্মীদের জরুরী সামগ্রী বিতরণ করেন তিনি।
এরপর দার্জিলিঙের সরকারি হাসপাতাল পরিদর্শন করেন তিনি।সেখানে হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্ত বলেন, বর্তমানে পাহাড়েও করোনা সংক্রমণ বাড়ছে।এই কারণে পাহাড়ে করোনা পরীক্ষার ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে।করোনা পরীক্ষার জন্য মেশিন বসানো হবে।কিন্তু, তার জন্য মাইক্রোবায়োলজিস্ট সহ অন্যান্য জরুরি ব্যবস্থার প্রয়োজন।রাজ্য সরকার এবং জিটিএ এর সমন্বয়ের অভাবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, দার্জিলিঙে করোনা টেস্টিং মেশিন বসানোর বিষয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে।দ্রুত এই মেশিন বসানো হবে।