জলপাইগুড়ি, ১ মার্চঃ জলপাইগুড়ি সদর হাসপাতালে করোনা টিকা দেওয়াকে কেন্দ্র করে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুললেন ভোট কর্মীরা।
জানা গিয়েছে, আজ সকাল থেকেই প্রচুর ভোট কর্মী করোনা টিকা নিতে জলপাইগুড়ি সদর হাসপাতালে আসেন।অভিযোগ, সকাল থেকে সার্ভার কাজ করছিল না।এরপর সার্ভার ঠিক হলেও ততক্ষণে প্রচুর ভোট কর্মীর ভিড় হয়ে যায় সদর হাসপাতাল চত্তরে।রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় ভোট কর্মীদের। ভোট কর্মীরা জানান, আরও কয়েকটি সেন্টার করা উচিত ছিল।এদিন রীতিমত ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ভোট কর্মীরা।
ঘটনার খবর পেয়ে ভ্যাকসিন সেন্টারে ছুটে আসেন রাজ্য সরকারের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুশান্ত রায়।তিনি কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন পাশাপাশি ভোট কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করেন।
ডাঃ সুশান্ত রায় বলেন, সার্ভারের সমস্যার কারণে কিছুটা সমস্যা হয়েছিল বর্তমানে সমস্যা মিটে গেছে।নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল থেকে এখানে পর্যাপ্ত পানীয়জল ও মাথার উপর পলেথিনের সেড করার কথা বলা হয়েছে।