শিলিগুড়ি, ৩১ জুলাইঃ শিলিগুড়ির স্বামীজি ক্লাবে ৭০ ঊর্ধ্ব এবং ৪৫ ঊর্ধ্বে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হল।
এদিন রাজ্য সরকার ও শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও লিভার ফাউন্ডেশন কলকাতার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন করেন পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
জানা গিয়েছে, পুরনিগমের ১৪,১৫,৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের ৪৫ উর্ধ্ব বিশেষ চাহিদা সম্পন্ন ও ৭০ উর্ধ্ব নাগরিকদের জন্য এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরে ২৫০ জনকে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়।