লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি মিরাক্কেলের তরফে করোনা টিকাকরণ শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ২০ জুলাইঃ মঙ্গলবার শিলিগুড়ি সেবক রোড স্থিত একটি বেসরকারি মার্কেট কমপ্লেক্সে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি মিরাক্কেল এর তরফে এবং মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক এর সহযোগিতায় করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হল।


এদিনের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সিপি শর্মা।ফিতে কেটে এই টিকাকরণ শিবিরের উদ্বোধন করেন তিনি।

জানা গিয়েছে, এই শিবিরে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।১৮ থেকে ৪৫ বছর বয়সীরা টিকা নিতে পারবেন।পরবর্তীতেও করোনা টিকাকরণ শিবিরের আয়োজন করা হবে বলে জানান লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি মীরাক্কেলের সভাপতি কৃষ্ণা আরিয়ান।


এদিনের শিবিরে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি মীরাক্কেলের সভাপতি কৃষ্ণা আরিয়ান, সম্পাদক স্নেহাশীষ বিশ্বাস,কোষাধ্যক্ষ শিল্পী আগারওয়াল সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BETgrandpashabetbahsegel girişonwin