দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭ লক্ষ ৯৩ হাজার, মৃত ২১,৬০৪

দিল্লি, ১০ জুলাইঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭,৯৩,৮০২। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৫০৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,৬০৪। গত ২৪ ঘণ্টায় ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৭৬,৬৮৫। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪,৯৫,৫১৩।


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৩০,৫৯৯। তামিলনাড়ুতে আক্রান্ত ১,২৬,৫৮১। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১,০৭,০৫১। গুজরাতে আক্রান্ত হয়েছেন ৩৯,১৯৪। উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ৩২,৩৬২।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş