দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লক্ষ ৮ হাজার, মৃত বেড়ে ৮,৮৮৪

দিল্লি, ১৩ জুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লক্ষ ৮ হাজার।গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন।মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩।


মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮,৮৮৪।গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জনের মৃত্যু হয়েছে।দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৪৫,৭৭৯।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১,৫৪,৩৩০।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে।মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ১৪১জন।তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৪০,৬৯৮।দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৩৬,৮২৪।গুজরাতে আক্রান্ত ২২,৫২৭।উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ১২,৬১৬।রাজস্থানে আক্রান্ত ১২,০৬৮।মধ্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ১০,৪৪৩।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin