শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ সাধারন মানুষের মনোবল বাড়াতে করোনা টিকা নিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা ২৪ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর শঙ্কর ঘোষ।
২০২০ সাল কেটেছে করোনা আতঙ্কে।ভ্যাকসিন আসার পরই করোনা সংক্রমনের হাত থেকে রেহাই পেতে দেশজুড়ে শুরু হয় টিকাকরণ।প্রথমে করোনা যোদ্ধাদের টিকাকরণের অগ্রাধিকার দেওয়া হয়।তবে ভুল তথ্য প্রকাশের ফলে অনেকেই এই ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকছেন।ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্য তৈরি হয়েছে ভয়।আর সেই ভীতি কাটাতে এগিয়ে এলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ।আজ টিকা নেন তিনি।
এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, সাধারন মানুষের ভীতি কাটাতে সর্বপ্রথম জনপ্রতিনিধিদের নেওয়া উচিত এই ভ্যাকসিন।কিন্তু অনেকেই এই দায়িত্ব থেকে পিছপা হচ্ছেন, তাই সাধারন মানুষের মনোবল বাড়াতেই তার এই উদ্যোগ।