রাজগঞ্জ, ৯ মার্চঃ আর দিন কয়েক পরেই দোলযাত্রা। কিন্তু করোনা আবহে এবছর আবির খেলতে দেবে কি প্রশাসন? বর্তমানে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে।এবছর করোনার ভয়ে আবির তৈরি করছেন না ফুলবাড়ির এক আবির কারখানা কর্তৃপক্ষ। কারখানায় নষ্ট হচ্ছে আবির তৈরির সামগ্রী।শ্রমিকরাও কাজ থেকে বঞ্চিত।শ্রমিকদেরও রুজি-রুটিতে টান পড়েছে।
ফুলবাড়ি বর্ডার সংলগ্ন চম্পদগছ এলাকার এক আবির কারখানার ইনচার্জ জীবন মন্ডল বলেন, প্রতিবছর দোলযাত্রার কমপক্ষে দুই মাস আগে থেকে আবির তৈরি করা হয়। গতবছর আবির তৈরি করলেও করোনার জন্য বিক্রি হয়নি। এতে মালিকের অনেক টাকা লোকসান হয়েছে। তাই এই বছর মালিকপক্ষ আবির তৈরি বন্ধ রেখেছেন।