শিলিগুড়ি,৩ নভেম্বরঃ করোনা পরিস্থিতিতে বাজি, পটকা না ফাটাবার আবেদন শিলিগুড়ি পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের।মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তড়িঘড়ি বৈঠক করেন তিনি।বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় পুরনিগমের তরফে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন, রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে, পিছিয়ে নেই শহর শিলিগুড়িও।বর্তমানে প্রতিদিন গড়ে ৭০ জন করে সংক্রমিত হচ্ছে বলে জানা গিয়েছে।সংক্রমণ সংখ্যা বাড়লেও ঢিলেঢালা মনোভাব রাজ্য স্বাস্থ্য দপ্তরের।শীঘ্রই যদি এর লাগাম টানা না হয় তাহলে আগামীতে ভয়াবহ রূপ নেবে শহর শিলিগুড়ি।
অশোক বাবু আরও জানান, এবার থেকে সংক্রমিত ব্যক্তির বাড়িতে ‘DO’S AND DON’TS’ বোর্ড লাগিয়ে দেওয়া হবে যাতে মানুষ সতর্ক হয়।এছাড়াও করোনা সংক্রমিত ব্যক্তিদের স্বার্থে আসন্ন দীপাবলিতে বাজি পটকা না ফাটানোর আবেদন জানান সাধারণ মানুষকে।