শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ করোনা আবহেই দুর্গোপুজো, কালিপুজোর পর শুরু ছটপুজো।শুক্রবার বিকেলে বিভিন্ন নদীঘাটে পুজো করেন ছটব্রতীরা। আগামীকাল ভোরেও ছটব্রতীরা নদীতে গিয়ে পুজো করবেন। তবে এবার করোনার জন্য বহু মানুষ বাড়িতে কিংবা আবাসনেই কৃত্রিম জলাধার বানিয়ে সেখানেই পুজো করছেন। আবার কোথাও মাঠেই তৈরি করা হয়েছে পুকুর। শিলিগুড়ির বিভিন্ন নদীঘাটেও অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় অনেকটাই কম ছিল। হাইকোর্টের নিয়ম মেনে যাতে পুজো হয় সেদিকেও নজর ছিল পুলিশের। কোথাও যাতে ভিড় না হয় বা সকলে যাতে মাস্ক পড়েন সেব্যাপারে আয়োজক ও পুজো সমিতির তরফে সচেতনতা প্রচার করা হয়।
এদিন শিলিগুড়ির মহানন্দার লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট, নৌকাঘাট, চম্পাসারির কাছে মহানন্দা সহ বিভিন্ন জায়গায় ছটব্রতীরা পুজো করেন।নির্বিঘ্নেই শেষ হয় পুজোর প্রথম দিন।