দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮ হাজার, মৃত ৬০৩

করোনা মোকাবিলায় গোটা দেশে চলছে লকডাউন এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়াল।মোট আক্রান্তের সংখ্যা ১৮,৯৮৫।মৃত্যু হয়েছে ৬০৩ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,২৬০ জন।


দেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবথেকে ওপরে রয়েছে মহারাষ্ট্র।মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪,৬৬৭।এরপরই রয়েছে দিল্লি।

রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৭৪।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।এর ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। মুখ্যসচিব আরও জানান, ৯টি জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। এছাড়াও ইতিমধ্যেই ২২০ র‍্যাপিড টেস্ট করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetjojobet girişholiganbet girişcasibom girişcasibom girişcasibom güncel adresionwinBETS 10