শিলিগুড়ি,২৭ মার্চঃ করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব।ভারতেও থাবা বসিয়েছে করোনা।এমতাবস্থায় গুজবে কান দিতে মানা করা হয়েছে সাধারণ মানুষকে।যদিও তারপরেও সোশ্যাল সাইটের মাধ্যমে করোনা নিয়ে গুজব রটছে।যে কারণে আরও বেশি করে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারন মানুষ।
সম্প্রতি সোশ্যাল সাইটের মাধ্যমে গুজব রটেছে যে শিলিগুড়ির ডঃ অনুপ ঘোষ করোনা আক্রান্ত।তিনি নিবেদিতা হাসপাতালে ভর্তি রয়েছেন।যা নিয়ে রীতিমতো আতঙ্কিত শহরবাসী।তবে খবরটি ভুয়ো বলে জানিয়েছেন নিবেদিতা নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর ডঃ সি পি শর্মা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত,গত ১৯ মার্চ ইন্দোনেশিয়া থেকে ফিরে আসেন ডঃ অনুপ ঘোষ।