করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬।করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।এই পরিস্থিতিতে সব ধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিল রেল।
রেল মন্ত্রক ও প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।আজ মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও।
যদিও আজ ‘জনতা কার্ফু’র জেরে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল।বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও।শুধুমাত্র দূরপাল্লার যে ট্রেনগুলি যাত্রা শুরু করেছিল সেগুলি শুধুমাত্র চলেছে।