শিলিগুড়ি,৩০ এপ্রিলঃ করোনা চিকিৎসা নিয়ে হয়রানি বন্ধের দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
সংগঠনের কার্যকারী সভাপতি অভিজিৎ মজুমদার জানান, দ্বিতীয় পর্যায়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা।মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। এই অবস্থায় চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে করোনা রোগী ও তার পরিবারকে।করোনা আক্রান্তরা অক্সিজেন,ওষুধ পাচ্ছেন না।করোনা চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে কালোবাজারি করা হচ্ছে।পাশাপাশি করোনা ভ্যাকসিন নিতে গিয়েও হেনস্থার মুখে পড়ছে মানুষ।এছাড়াও করোনা হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে যে নতুন সরকারী নির্দেশিকা এসেছে তাতেও বিপাকে পড়েছেন করোনা রোগীরা।অবিলম্বে এইসমস্ত জটিল নিয়ম স্থগিত করে করোনা চিকিৎসা নিয়ে হয়রানি বন্ধ করা হোক।এছাড়াও সেফ হোম চালু সহ মোট ৯ দফা দাবিতে আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেওয়া হল।