শিলিগুড়ি,১০ আগস্টঃ প্রথমবার করোনায় আক্রান্ত। সুস্থ হয়ে বাড়িতেও ফিরছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই ফের করোনায় আক্রান্ত। মারা গেলেন শিলিগুড়ির বাসিন্দা এক ব্যক্তি। ৭ আগস্ট প্রভাত দাশগুপ্ত নামে ওই ব্যক্তি মারা যান। ঘটনায় উদ্বেগে চিকিৎসকেরাও। গত জুলাই মাসে প্রথম ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে কাওয়াখালিতে কোভিড হাসপাতালে ভর্তি হন। পরিবারে সদস্যদের সোয়াব টেস্ট হলে তাদের রিপোর্টও পজিটিভ আসে। ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসায় ১ আগস্ট ছুটি পেয়ে বাড়িতে আসেন। ৪ আগস্ট ব্যক্তির ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে দেখেন তখনও বাবা শ্বাসকষ্টে ভুগছেন। এরপরই মেডিক্যালে নিয়ে গেলে সোয়াব টেস্ট হয়। রিপোর্ট পজিটিভ আসায় ৫ আগস্ট পাঠানো হয় কাওয়াখালির কোভিড হাসপাতালে। চিকিৎসা চলাকালীন ৭ আগস্ট মারা যান তিনি।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার সন্দীপ সেনগুপ্ত জানান, নানা কোমর্বিডিটি থাকছে রোগীদের। প্রতিদিনই এখন এই ভাইরাস নিয়ে আমরা শিখছি। প্রতিটি ঘটনাই আমাদের ভাবাচ্ছে। অন্যদিকে ঘটনার পর বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, ঘটনার তদন্ত চাইছি। দ্রুত ছেড়ে দেওয়া হল কিনা তা দেখা উচিত।