তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৫৪ বছরের এক প্রৌঢ়ের।বুধবার ভোররাতে তামিলনাড়ুর রাজাজি হাসপাতালে মৃত্যু হয় তার।জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভোগায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই প্রৌঢ়কে।উপসর্গে সন্দেহ হওয়ায় চিকিৎসকরা নমুনা পরীক্ষার জন্য পাঠায়।এরপরই তার শরীরে করোনার জীবাণু মেলে।
সূত্রের খবর,ওই ব্যক্তির একাধিক শারীরিক সমস্যা ছিল।দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবিটিসে ভুগছিলেন।তার সিওপিডি-রও সমস্যা ছিল।
প্রসঙ্গত,এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হল।অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।পরিস্থিতি যাতে নিয়্ন্ত্রণের বাইরে বেড়িয়ে না যায় সেই কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।২১ দিন দেশবাসীকে ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।