বাংলার সাহিত্য জগতে ইন্দ্রপতন।করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল কবি শঙ্খ ঘোষকে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
জানা গিয়েছে, মৃদু উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল।গত ১৪ এপ্রিল সেই রিপোর্ট পজিটিভ আসে।এরপর বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি।বাড়িতেই চলছিল চিকিৎসা।মঙ্গলবার রাতে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।বুধবার সকালে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।কিন্তু শেষরক্ষা হল না।বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁর ভেন্টিলেটর খুলে দেওয়া হয়।
