শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ করোনার প্রকোপ থেকে বাদ পড়ল না বিশ্বকর্মা পুজোর মূর্তির বাজার।এই বছর প্রায় সব পুজোতেই করোনার প্রভাব পড়েছে, গণেশ পুজো থেকে শুরু করে সমস্ত পুজো পালিত হয়েছে ছোট করেই।
তবে মূর্তি বিক্রেতারা জানান, এবছর পাহাড়ের পুজো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, তাই পাহাড়ে মূর্তি যাচ্ছে না।যার ফলে স্বাভাবিকভাবেই মন্দা মূর্তির বাজারে, কারন পাহাড়ে পুজোয় প্রচুর মূর্তি পাঠানো হত।
এক ব্যাবসায়ী জানান, এবছর তূলনামূলকভাবে মূর্তিও কম বানানো হয়েছে। তাদের অনুমান এবার পুজোর সংখ্যাও কমে যেতে পারে ফলে এক বিশাল দুশ্চিন্তায় রয়েছেন তারা। যদি সমস্ত মূর্তি বিক্রি না হয় তবে আর্থিকভাবে এক বড় ক্ষতির সম্মুখীন হবেন তারা।