শিলিগুড়ি, ১৮ মেঃ শিলিগুড়িতে ২ করোনা আক্রান্তের খোঁজ। তারমধ্যে একজন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি ফলের বিক্রেতা। ঠেলায় ফল বিক্রি করতেন। কিছুদিন আগে করোনা উপসর্গ থাকায় সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছিল শিলিগুড়ি জেলা হাসপাতালে। তাকে হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে সোমবার। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির মাটিগাড়ার কোভিড হাসপাতালে৷ তবে এই ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন তা নিয়েই চিন্তায় পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকেরা।
অন্যদিকে ২৭ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির দেহেও করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতা থেকে আসে। শরীর খারাপ থাকায় ডাক্তার দেখিয়েছিলেন। তারপর নমুনা সংগ্রহ হয়। ব্যক্তিকে হোম কোয়ারান্টিনে থাকতে বলেন ডাক্তার৷ মহকুমাশাসক সুমন্ত সহায় জানান, দুজনের বাড়ির আশপাশে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কের কিছু নেই।