জলপাইগুড়ি, ৯ এপ্রিলঃ করোনা মোকাবিলায় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে জোর কদমে চলছে করোনা হাসপাতাল তৈরির কাজ।বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনে যান জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামানিক, হাসপাতাল সুপার গয়ারাম নস্কর, হাসপাতালের বেশকয়েকজন চিকিৎসক। এদিন বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে গিয়ে পুর্তদপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। পাশাপাশি হাসপাতালের কাজ খতিয়ে দেখেন।
জানা গিয়েছে, রাতদিন এক করে হাসপাতালের কাজ করছে প্রায় ১০০শ্রমিক। এই করোনা হাসপাতালে ডাইলোসিস থেকে শুরু করে ভেন্টিলেশনের সবরকম সুবিধা রয়েছে। তবে এখন প্রাথমিকভাবে ১০০বেড তৈরি করে আগামী কয়েকদিনের মধ্যে হাসপাতাল চালু করা হবে। প্রায় ৮০% কাজ সম্পুর্ণ হয়ে গেছে। দায়িত্বপ্রাপ্ত এজেন্সি আগামী দু-একদিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন এই হাসপাতাল। আগামী সোমবার থেকে এই হাসপাতাল চালু করে দেওয়া হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।