দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৯ হাজার, মৃত বেড়ে ১৬৯৪ 

দিল্লি, ৬ মেঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৩৯১। এর মধ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩, ৫১৪। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯৪। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪, ১৮৩ জন।


দেশে আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরই রয়েছে গুজরাত, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। আক্রান্তের সংখ্যা ১৫,৫২৫। গুজরাতে আক্রান্ত ৬,২৪৫। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৫,১০৪।তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছে ৪,০৫৮ জন। রাজস্থানে আক্রান্ত ৩,১৫৮। মধ্যপ্রদেশে আক্রান্ত ৩,০৪৯।

এদিকে রাজ্যে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ১১২ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১, ৪৫৬। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। সুস্থ হয়েছেন ২৬৫ জন। ২৭, ৫৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş