শিলিগুড়ি,২৭ এপ্রিলঃ বাড়ছে করোনা সংক্রমণ। সেকারণে এবার মিরিক লেকের দরজা বন্ধ হচ্ছে পর্যটকদের জন্য। বন্ধ হচ্ছে মিরিক গার্ডেন। এছাড়াও মিরিকের সমস্ত ট্যুরিস্ট লজ ও হোটেলেও বন্ধ রাখার জন্য মালিকদের চিঠি পাঠানো হচ্ছে।
মিরিকেও বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। মিরিক লেকে বাইরে থেকে প্রচুর পর্যটক প্রতিদিন যান। হোটেলগুলিতেও থাকেন। ফলে কোনও পর্যটক করোনা সংক্রমিত থাকলে তাতে সংক্রমণ বাড়তে পারে। সেকারণে বৈঠকে বসেন প্রশাসনিক আধিকারিক ও মিরিক পৌরসভা।
পৌরসভার চেয়ারম্যান এলবি রাই জানান, করোনা বাড়ছে।তাই সেকথা চিন্তা করে আমরা মিরিক লেক বন্ধ করছি।এই লেকে প্রচুর ভিড়ও হয়।প্রতিটি হোটেল, ট্যুরিস্ট লজকেও বন্ধ রাখার কথা বলা হবে।