জলপাইগুড়ি,৬ জুনঃ করোনা আক্রান্ত জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১৩ মে শারীরিক সমস্যা নিয়ে ওই বন্দিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হওয়ায় গত ২৭ মে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এরপর তার লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হলে আজ তার রিপোর্ট পজেটিভ আসে।এদিকে বন্দির প্রহরায় নিযুক্ত ছয়জন নিরাপত্তা রক্ষীকে কোয়ারেন্টিনে পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর।
এদিকে আজ জলপাইগুড়ি জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন।তাদের সকলকেই জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।পাশাপাশি এদিন সুস্থ হয়ে কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন দুজন।এদের মধ্যে একজন আশা কর্মী।দ্বিতীয় জন নার্সিং ছাত্রী বলে জানিয়েছেন করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়।