দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ ৩৮ হাজার, মৃত ২৯,৮৬১

দিল্লি, ২৩ জুলাইঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ। ফের রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫,৭২০। মোট আক্রান্তের সংখ্যা ১২,৩৮,৬৩৫। একদিনে দেশে সুস্থ হয়েছে ২৯, ৫৫৭ জন।


দেশে মৃতের সংখ্যাতেও রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ১, ১২৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ২৯,৮৬১। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪, ২৬, ১৬৭। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৭, ৮২, ৬০৬। দেশে সুস্থতার হার ৬৩.১৮ শতাংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş