করোনা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক, ইনডোর স্টেডিয়াম ফের ‘সেফ হাউস’

শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ উত্তরবঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।সে কারনেই সোমবার জরুরী বৈঠকে বসলেন স্বাস্থ্য কর্তারা।সোমবার দুপুরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৈঠকে বসেন স্বাস্থ্যকর্তারা।বৈঠকে দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ উত্তরবঙ্গের ওএসডি(কোভিড ১৯)ডাঃ সুশান্ত রায় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।এদিনের বৈঠকে কিভাবে দার্জিলিং জেলায় করোনা মোকাবিলা করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বৈঠক শেষে একটি সাংবাদিক বৈঠক করেন ডাঃ সুশান্ত রায়।তিনি জানান,উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটি কোভিড ব্লক করা হয়েছিল কিছুদিন আগে।সেখানেই চিকিৎসা করা হচ্ছে।এখানে ১১০টি বেড রয়েছে।আরও ৯০টি বেড বাড়ানো হচ্ছে।হাতিঘিসাতে একটি সেফ হাউস রয়েছে এবং ইনডোর স্টেডিয়ামে ফের সেফ হাউস খোলা হচ্ছে।

প্রসঙ্গত, ইনডোর স্টেডিয়ামে বহুদিন আগে সেফ হাউস খোলা হলেও পরবর্তীতে করোনা রোগী সংখ্যা কমে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।সেখানে ফের সেফ হাউস খোলার ব্যাপারে এদিন আলোচনা করা হয়।আগামী কয়েকদিনের মধ্যেই এর কাজও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।


অন্যদিকে ডাঃ সুশান্ত রায় আরও জানান, যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে সকলকে আরও বেশি সচেতন হতে হবে,সতর্ক থাকতে হবে।শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।মাস্ক ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş