শিলিগুড়ি,৫ জুনঃ ‘শিলিগুড়িকে সম্পূর্ণরূপে মুক্ত করা হবে কোভিড-১৯ ভাইরাস থেকে’।টাস্ক ফোর্স ও প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন প্রশাসক অশোক ভট্টাচার্য।
শুক্রবার কোভিড-১৯ মোকাবিলায় দুই ধাপে বৈঠক সারেন প্রশাসক অশোক ভট্টাচার্য।প্রথম ধাপে পুরনিগমের গঠন করা টাস্ক ফোর্স ও দ্বিতিয় দফায় শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত জলপাইগুড়ি জেলার ১৪টি সংযোজিত ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক সারেন প্রশাসক।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমাশাসক সুমন্ত সহায়,জলপাইগুড়িরমহকুমাশাসক দপ্তরের আধিকারিক,পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ পুলিশ,দমকল,স্বাস্থ্য আধিকারিক,ও অন্যান্য সদস্যরা।
মূলত প্রশাসনিক দূরত্বকে মিটিয়ে কি ভাবে শিলিগুড়িতে করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হওয়া যায় তারই রনকৌশল তৈরি করলেন প্রশাসক অশোক ভট্টাচার্য।তিনি জানান, বর্তমান সময়ে ক্রমশই আক্রান্তের সংখ্যা বাড়ছে শহর শিলিগুড়িতে।প্রশাসনিক আধিকারিক ও কাউন্সিলরদের একত্রিত ভাবে কাজে লাগিয়ে কিভাবে এই ভাইরাস থেকে শিলিগুড়িকে মুক্ত করা যায় তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এদিন। পাশাপাশি প্রাক্তন কাউন্সিলরদের মধ্য দিয়ে ওয়ার্ড কমিটিগুলিকেও সক্রিয়ভাবে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রশাসক অশোক ভট্টাচার্য।তিনি আশাবাদী এই করোনা যুদ্ধে মানুষের জয় নিশ্চিত হবে।