করোনা মোকাবিলায় একদিনের বেতন দান করলেন শিলিগুড়ির ডিএভি স্কুলের শিক্ষকরা

শিলিগুড়ি,৬ এপ্রিলঃ করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই।এবারে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডিএভি স্কুলের শিক্ষকশিক্ষিকা ও স্কুলে কর্মরত অন্যান্য কর্মীরা।


স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য কর্মীরা তাদের একদিনের বেতন করোনা মোকাবিলায় দান করেন। ১ লক্ষ ৫১ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং ৫১ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom