শিলিগুড়ি,১৫ এপ্রিলঃ শিলিগুড়ির একটি নার্সিংহোমকে ‘সারি’ চিকিৎসাকেন্দ্র হিসেবে ঘোষণা করা হল।ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ওই নার্সিংহোমটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।
কিন্তু কি এই ‘সারি’ চিকিৎসাকেন্দ্র?
চিকিৎসা ভাষায়, সিভিয়ার একিউজ রেসপেক্টরি ইনফেকশনের চিকিৎসাকেন্দ্রই হল সারি।মেডিক্যাল সূত্রে খবর,করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে এমন সব রোগীদের রাখা হবে এই চিকিৎসাকেন্দ্রে।
মঙ্গলবার ওই নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে জরুরী বৈঠক সারেন স্বাস্থ্য দফতরের আধিকারিক গোপালকৃষ্ণ ঢালি।এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমাশাসক সুমন্ত সহায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার কৌশিক সমাজদার, ডিন সন্দীপ সেনগুপ্ত,মেডিসিন বিভাগের প্রধান দিপাঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।