করোনা মোকাবিলায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক গৌতম দেবের

শিলিগুড়ি,২৬ এপ্রিলঃ সোমবার করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে জরুরী বৈঠক সারলেন গৌতম দেব।


বৈঠক শেষে তিনি জানান,দ্বিতীয় পর্যায়ে দেশজুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা।করোনা মোকাবিলায় আজকের বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্টের প্রয়োজন রয়েছে।সেটা তৈরির প্রস্তাব পাঠানো হচ্ছে।এখানে ১১০টি বেড রয়েছে।আরও ৯৬টি বেড বাড়ানো হচ্ছে।ওষুধের যাতে ঘাটতি না হয় সেই বিষয়টি দেখতে বলা হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের।মেডিকেল কলেজে ৯ জন ডাক্তারের ফোন নম্বর দেওয়া রয়েছে।জরুরী অবস্থায় তারা রোগীদের সঙ্গে কথা বলছেন।


এছাড়াও এদিন মৈনাক টুরিস্ট লজে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কোভিড কেয়ার নেটওয়ার্কের সঙ্গেও আলোচনা সারেন গৌতম দেব।তিনি বলেন, শহরে কোভিড ক্লিনিক(ওপিডি)তৈরির বিষয়ে জোর দেওয়া হচ্ছে।এছাড়াও শীঘ্রই চালু হতে চলেছে টেলিমেডিসিন।যেখানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডাক্তারেরা ভিডিও কলেই পরামর্শ দেবে রোগীদের।এভাবে প্রচুর রোগীর কাছে ডাক্তারদের পৌছে যাওয়া সম্ভব হবে ভিড় এড়িয়ে।সেল্ফ হেল্পগুলিকে মাস্ক তৈরির কাজে লাগাতে হবে।পাড়ায় পাড়ায় স্যানিটাইজেশন, হোম আইসোলেশনে থাকা মানুষদের যেসব সামাজিক সমস্যা হচ্ছে সেগুলোরও সমাধানের একটা ব্যাবস্থা করতে হবে।তবে এইসময় অক্সিজেন সহ চিকিৎসায় গুরুত্বপূর্ণ জিনিসগুলির দাম যাতে না বাড়ে সেদিকে অবশ্যই কড়া নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *