শিলিগুড়ি,২৬ মার্চঃ করোনা মোকাবিলায় একগুচ্ছ উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগম।আপাতত শিলিগুড়ি করোনা মুক্ত হলেও আতঙ্ক রয়েছে সাধারণ মানুষের মধ্যে।তবে কোনভাবেই এই ভাইরাসের থাবা যাতে শহরে না পড়ে সেজন্য তৎপর শিলিগুড়ি পুরনিগম।
এদিন সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য বলেন, খুব শীঘ্রই শহরে বেশ কিছু যন্ত্র আনা হবে যা শহরকে জীবাণুমুক্ত করতে সাহায্য করবে।এছাড়াও পুরনিগমের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে সাধারণ মানুষের চিকিৎসার জন্য খোলা হবে।খুব শীঘ্রই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
অন্যদিকে মেয়র জানান, সাধারণ মানুষের স্বার্থে পুরনিগমের তরফে খোলা হয়েছে হেল্পলাইন। কোনোরকম সাহায্যের জন্য সাধারণ মানুষেরা ‘০৩৫৩২৪৩৫২৮২’ এই নম্বরে ফোন করতে পারবেন।