কোচবিহার, ৫ এপ্রিলঃ করোনা মোকাবিলায় গ্রামের মানুষকে সচেতন করতে গান লিখে তাতে সুর দিলেন পেশায় তাঁত শিল্পী নারায়ণ বর্মন।
তুফানগঞ্জ মহকুমার অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চামটা মোড় এলাকার বাসিন্দা নারায়ন বর্মন।বাবা মারা যাওয়ায়, সংসারের হাল ধরতে ছোট বেলা থেকেই মাঠে দিনমজুরের কাজ করতে হয়। ফলে পড়াশোনা শেখা হয়নি। আর্থিক অনটনের মধ্য দিয়ে বড়ো হয়ে ওঠা। বর্তমানে তিনি একজন তাঁত শিল্পী। স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে তার সংসার।
এদিকে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।সে কারণে আপাতত বন্ধ তাঁতের কাজ। তাই করোনা ভাইরাস নিয়ে গান লিখে নিজেই সুর দিয়ে গ্রামের রাস্তায় ঘুরে গ্রামবাসীদের সচেতন করতে উদ্যোগী হলেন নারায়ণ বর্মন।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া। নারায়ণ বর্মন ইতিমধ্যে ২৮ টি ভাওয়াইয়া গান লিখে তাতে সুর দিয়েছেন।