শিলিগুড়ি,১৭ জুলাইঃ করোনার তৃতীয় ঢেউকে আটকাতে তৎপর শিলিগুড়ি পুরনিগম।
শনিবার শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুর প্রশাসক গৌতম দেব।বৈঠক শেষে তিনি বলেন, টিকাকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হল।এই মাসের মধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট চালু হয়ে যাবে।অন্যদিকে শহরের সংক্রমিত এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।শহরের বাজারগুলি স্যানিটাইজেশনের জন্য একদিন করে বন্ধ রাখা হবে।এছাড়াও দার্জিলিঙে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে টিকার দুটি ডোজ অথবা আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে।