কোচবিহার,২৫ এপ্রিলঃ করোনা পরিস্থিতি নিয়ে কোচবিহার জেলাশাসক দপ্তরে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন,জেলা শাসক পবন কাদিয়ান,সুশান্ত রায় সহ জেলা স্বাস্থ্য আধিকারিকেরা।উত্তরবঙ্গের Covid – 19 এর স্পেশাল অফিসার সুশান্ত রায়ের নেতৃত্বে এদিনের বেঠকে নাকা চেকিং বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকের শেষে সুশান্ত রায় জানান “উত্তরবঙ্গ জুড়ে আমরা চেষ্টা করছি কোঅর্ডিনেশন ঠিকমতো রাখার জন্য।আজ আমরা কোচবিহারে এসেছিলাম।এই জেলায় সব ঠিকঠাক ভাবে করা রয়েছে।এখনো পর্যন্ত এই জেলায় করোনার সব রিপোর্ট নেগেটিভ এসেছে,আতঙ্কিত হবার কিছু নেই।গুজব যেন মানুষ না ছড়ায় এটা খেয়াল রাখা খুব জরুরী।
অন্যদিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের রাজ্যের মানুষ অনেক ভালো রয়েছেন।কেন্দ্র থেকে যে কিট পাঠানো হয়েছিল তা অত্যন্ত নিম্ন মানের।আমার মনে হয় এখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের ফিরে যাওয়া উচিৎ কারণ তারা যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ তাদের সাথে আমাদের কর্মীদের থাকতে হচ্ছে তাতে কাজ করতে অসুবিধা হচ্ছে’।