উত্তরবঙ্গ, খবর, শিলিগুড়িকরোনায় সংক্রমিত শঙ্কর ঘোষ Posted on July 31, 2020 by শিলিগুড়ি টাইমস প্রতিনিধি 31 Jul শিলিগুড়ি, ৩১ জুলাইঃ করোনায় সংক্রমিত এবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক মণ্ডলীর সদস্য শঙ্কর ঘোষ। বেশকিছুদিন ধরেই তার জ্বর ছিল। বাড়িতেই ছিলেন। সোয়াব টেস্ট করায় আজ সেই রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি কিছুদিন ধরেই পুরনিগমে যাচ্ছিলেন না। Facebook Twitter WhatsApp LinkedIn