পিৎজা ডেলিভারি বয়ের শরীরে মিললো করোনা ভাইরাসের উপস্থিতি।জানা গিয়েছে,দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় পিৎজা ডেলিভারি বয় হিসেবে কাজ করত ১৯ বছরের ওই কিশোর।দক্ষিণ দিল্লিতে বাড়ি বাড়ি গিয়ে পিৎজা দিয়ে আসত সে।সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর।এরপরই তার রক্তপরীক্ষায় করোনা সংক্রমণের প্রমাণ মেলে।
এদিকে গত ১৫ দিনে দক্ষিণ দিল্লীর হজ খাস, মালভিয়া নগর ও সাবিত্রী নগরের ৭২টি পরিবারকে পিত্জা ডেলিভারি করেছিল ওই কিশোর।ইতিমধ্যেই ওই ৭২টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।এছাড়াও তার সংস্পর্শে আসা আরও ২০ জন ডেলিভারি বয়কেও হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।পাশাপাশি যে রেস্তোরাঁয় ওই কিশোর কাজ করত, সেই শাখাটি ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
এদিকে এই ঘটনায় হোম ডেলিভারি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে মানুষের মধ্যে।হোম ডেলিভারিতে জিনিস নেওয়া এখন কতটা নিরাপদ তা নিয়ে উঠছে প্রশ্ন।
(ইন্টারনেট চিত্র)