আলিপুরদুয়ার, ১১ জুনঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বিগ্ন গোটা দেশ।সংক্রমণ কিছুটা কমলেও আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের।
করোনার তৃতীয় ঢেউয়ে এবারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে শিশুদের এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।এই কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কম রয়েছে জেলায়।তৃতীয় ঢেউ বেশি চিন্তার কারণ শিশুদের জন্য।সেদিক লক্ষ্য রেখে সিসিইউ সংখ্যা বাড়ানো হচ্ছে জেলা হাসপাতাল,ফালকাটা ও বীরপাড়া হাসপাতালে। শিশু ওয়ার্ডেও বেডসংখ্যা বাড়ানো ও অক্সিজেন প্ল্যান্ট এর ব্যবস্থা করা হবে।ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরকে এই প্রস্তাব পাঠানো হয়েছে।