করোনায় পাল্টাচ্ছে শিলিগুড়ির আনন্দময়ী কালিবাড়ির পুজোর আয়োজন

শিলিগুড়ি, ১৮ অক্টোবরঃ পুজো এবার অন্যরকম, বিতরণ করা হবেনা মায়ের প্রসাদ, দুঃস্থদের মধ্যেও বিতরণ করা হবেনা বস্ত্র।করোনার জেরে এবারে শিলিগুড়ির আনন্দময়ী কালিবাড়ির পুজো হতে চলেছে এমনই।


আনন্দময়ী কালিবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানান, এবছর আনন্দময়ী কালিবাড়ির দূর্গাপুজো ৮৯তম বর্ষে পদার্পণ করল।মহা আড়ম্বড়ে প্রতিবছর দূর্গাপুজো পালিত হলেও এবছর করোনা আবহে পুজোয় ভাটা পড়েছে।অষ্টমীর অঞ্জলিতেও গুনে গুনে ২০-২৫ জনকে একসঙ্গে মন্দিরে ঢুকতে দেওয়া হবে।এরফলে অঞ্জলি পর্ব চলবে প্রায় ২৫ বারেরও বেশি।


পাশাপাশি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে কালিবাড়ি রোডের যানজট যাতে পুজোর কটাদিন আটকানো যায় সেইদিকেও নজর রাখা হবে। ভিড় এড়াতে পুজোর প্রসাদও এবার বিতরণ হবেনা।তার বদলে গোটা ফল প্যাকেট করে দেওয়া হবে সবাইকে।এছাড়াও মন্দিরের প্রবেশদ্বারেই থাকবে থার্মাল চেকিং ও স্যানিটাইজিং এর ব্যবস্থা পাশাপাশি প্রতিদিন দুবেলা করে মন্দির স্যানিটাইজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş