রাজগঞ্জ, ২১ আগস্টঃ রাত পোহালেই রাখি বন্ধন উৎসব।তবে করোনার জেরে ফুলবাড়িতে বিক্রি নেই রাখির।ফলে মাথায় চিন্তায় ভাঁজ রাখি বিক্রেতাদের।
প্রতি বছর রাখির সময় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাজারে বেশ কয়েকজন বিক্রেতা রাখি বিক্রি করেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে তেমন বিক্রি নেই রাখির।
পরিমল কৃষ্ণ দাস অধিকারী নামে এক রাখি বিক্রেতা বলেন, এবছর রাখির বিক্রি একদম কম।মানুষ রাখি কিনছে না।প্রতিবছর প্রায় ১০ হাজার টাকার মতো বিক্রি হলেও এবছর তার অর্ধেক হবে কিনা সন্দেহ রয়েছে।
অন্যদিকে হারাধন দাস বলেন,দীর্ঘ ১৪ বছর ধরে এই ফুলবাড়িতে রাখি বিক্রি করি।কিন্তু এবছর রাখির বিক্রি খুব কম।