শিলিগুড়ি, ১৪ আগস্টঃ আগামীকাল স্বাধীনতা দিবস।স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর বাজারে বহু বিক্রেতা জাতীয় পতাকা বিক্রি করেন।এবারে করোনার প্রভাব পড়ল জাতীয় পতাকা বিক্রেতাদের ওপর।
শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড সহ বিভিন্ন দোকানে ইতিমধ্যেই সজ্জিত হয়েছে ছোটো বড় আকারের জাতীয় পতাকা।তবে তেমনভাবে ক্রেতার দেখা নেই বললেই চলে।
বিক্রেতারা জানান, করোনা ভাইরাসের কারণে স্কুল, কলেজ সবকিছুই বন্ধ।তাই গতবারের তুলনায় এবারে ১৫ আগস্টের বাজারে করোনার প্রভাব পড়েছে।
প্রতিবছরই ১৫ আগস্টের আগে স্বাধীনতা দিবস স্পেশাল কিছু জিনিস বাজারে আসে, তবে এবারে বিশেষ কিছু আসেনি।